শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
হাতীবান্ধায় এসিল্যান্ডের হস্তক্ষেপে দূর্গম চরে বাল্য বিয়ে পন্ড!

হাতীবান্ধায় এসিল্যান্ডের হস্তক্ষেপে দূর্গম চরে বাল্য বিয়ে পন্ড!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এসিল্যান্ড কর্মকর্তার হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে পন্ড হয়েছে।

আজ সোমবার ১ জুন বিকেলে জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ডাউয়াবাড়ী গ্রামের দূর্গম চরে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, আজ সোমবার ১ জুন রমজান আলী তার সপ্তম শ্রেণিতে পড়া মেয়ের বিয়ের আয়োজন করেন। উক্ত খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যসহ ঘটনাস্থলে ছুটে যান। তার উপস্থিত বুঝতে পেরে সবাই পালিয়ে যায়।

হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা সাংবাদিকদের বলেন, আমাদের উপস্থিতি বুঝতে পেরে সবাই পালিয়ে গেছে। স্থানীয়দের জানানো হয়েছে কোন ভাবে যেন এই বাল্য বিয়ে না হয়। আবার যদি বাল্য বিয়ের আয়োজন করা হয় তাহলে যেন আমাদের জানানো হয়। বিয়ে বাড়ির খাবার উদ্ধার করে স্থানীয় এতিম খানায় দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone