হেলাল হোসেন কবির: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। ভূভেন হাজারির এই গানটি যেন মানবতার কঠিন বাস্তবতার রূপ দিয়েছেন। কথাগুলোর মিল পাওয়া যায় বর্তমান সমাজে। তেমনি মানুষের সহানুভূতি পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ছটফট করছেন এক অসহায় ব্যক্তি। চোখ মানুষের অমূল্য সম্পদ হলেও সেই চোখে টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন অতিবাহিত করছে শফিকুল ইসলাম।
জানা যায়, লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামের মৃত্যু আব্দুস ওহাবের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। তিনি বিগত তিন বছর যাবত চোখের ভিতর টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় চলা ফেরা করছেন। তার চোখের অবস্থা এতোটাই খারাপ যে, অপারেশনের কোন বিকল্প নাই। টিউমার নিয়ে ঠিক মতো চলতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না। যেন মরণ যন্ত্রনা তাকে নিঃস্ব করে ফেলছে।
শফিকুল ইসলাম বলেন, আমি গরীব মানুষ। ইতি মধ্যে চোখের চিকিৎসা করতে গিয়ে বাড়ি ভিটার চার শতক জমি বিক্রিও করেছি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে আমি এখন নিরূপায়। এদিকে দিন দিন যন্ত্রণা বেড়েই চলেছে। বর্তমানে আমার পক্ষে অপারেশনের ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে পরেছে। তাই সমাজের বিত্তবান দানবীব ব্যক্তি ও মানবিক সরকারের কাছে আমার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য জোর আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য যে, যে কোন দানবীব ব্যক্তি (০১৯৬৪১১৯৭১৭) এই নম্বরে শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.