প্রযুক্তির উৎকর্ষকতার বদৌলতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ-বিদেশে অবস্থানরত ৮হাজার ৫জন ভোটার লালমনিরহাট জেলায় ৩টি সংসদীয় আসনে প্রথমবারের মতো "পোস্টাল ব্যালটে" ভোট দেবেন।
অনলাইনে নিবন্ধনকৃত এই সব ভোটারদের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশী নাগরিকসহ দেশ-বিদেশে কর্মরত সরকারি, বে-সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটারগণ।
লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, "পোস্টাল ভোট বিডি" অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমার মধ্যে দেশ-বিদেশে অবস্থানরত লালমনিরহাট জেলার ৮হাজার ৫জন ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধিত ভোটারদের কাছে এর মাঝেই ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
আসনভিত্তিক নিবন্ধন তথ্যানুযায়ী, লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৩হাজার ২শত ৫৩জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২হাজার ৬শত ১৭জন ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসেনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২হাজার ১শত ৩৫জন।
১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে মোট ভোটার ৪লক্ষ ৩হাজার ৫শত ৬১জন। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯জন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার (হাতপাখা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল), বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ (আনারস), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক (মটরগাড়ি কার), আবু সামা মোঃ রেদওয়ান হক (তালা), মোঃ রেজাউল করিম সরকার (মোটরসাইকেল), শিহাব আহমেদ (ঘোড়া)।
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে মোট ভোটার ৪লক্ষ ৩২হাজার ৯শত ৬৩জন। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭জন প্রার্থী। এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে), জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ), জনতার দলের মোঃ শামীম কামাল (কলম), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী (মোটরসাইকেল)।
১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে মোট ভোটার ৩লক্ষ ৭হাজার ৯শত ৭০জন। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬জন প্রার্থী। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় (কাস্তে), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল)।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে পোষ্টাল ব্যালটটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জানান, বর্তমানে লালমনিরহাট জেলায় মোট ভোটার সংখ্যা ১১লক্ষ ৩৬হাজার ৪শত ৮৯জন। এর মধ্যে পোস্টাল ব্যালট ভোটার ৮হাজার ৫জন।
আগামী ১২ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার ৩টি আসনে মোট ৩শত ৮৬টি ভোট কেন্দ্রে ও ২হাজার ১শত ৯৬টি কক্ষে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.