
লালমনিরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বকুল, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সোহেল রেজা, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
বক্তৃতা পরবর্তীতে প্রধান অতিথিসহ সকল অতিথি খেলোয়াড়দের জার্সি প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের ১৩৫জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে বাছাইকৃত প্রতিভাবান ৪০জন খেলোয়াড়কে মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.