লালমনিরহাটে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি র্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার করেছে।
রোববার (২৫ জানুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি চৌকস আভিযানিক দল রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৫১মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেশন মামলা নং-৫৫/২৩, ধারা-৪০৬/৪২০ এবং প্রসেস নং-৭২৯/২৫ মূলে বর্ণিত মামলার ৫বছর ২মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার চকিদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ মর্তুজা আলী (৪৫) ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.