লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উভয় দলের নেতা-কর্মীরা একই এলাকায় মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত করতে ও মুল ঘটনার রহস্যে খুজতে পুলিশ কাজ করছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এবং লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এই সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.