লালমনিরহাটের প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি জনাব এ কে এম শামছুল হককে সম্মাননা স্মারক ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান আদিতমারীর মানসিকাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনডিডি সুরক্ষা ট্রাস্টের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ প্রমুখ। এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনডিডি সুরক্ষা ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী, মানসিকতার পরিচালক একেএম আসাদুজ্জামান, সম্মাননাপ্রাপ্তগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা সনদে উল্লেখ্য করা হয় যে, সম্মাননা সনদ ৩ ডিসেম্বর ২০২৫/১৮ অগ্রাহণ ১৪৩২ বুধবার "৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস" উদযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি জনাব এ কে এম শামছুল হক, লালমনিরহাট কে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে সম্মাননা সনদ প্রদান করা হলো। তাঁর সার্বিক মঙ্গল কামনা করছি।
অপর আর একটি সনদপত্রে উল্লেখ্য করা হয় যে, প্রত্যয়ন করা যাচ্ছে যে মানসিকা আদিতমারী, লালমনিরহাট অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সনে পুরষ্কারে ভূষিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.