র্যাব-১৩ এর উদ্যোগে রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ খলেয়া গ্রামে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রতিষ্ঠালগ্ন হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক কাজে র্যাব নিয়োজিত রয়েছে। শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে র্যাব ফোর্সেস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে র্যাব-১৩ রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ খলেয়া গ্রামের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪শত পিস কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
র্যাব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও অনুরূপ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.