লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ হামার বাড়িতে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপি সহ-সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, লালমনিরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি ফজলার রহমান বুলু, লালমনিরহাট জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, লালমনিরহাট জেলা ওলামা দলের সদস্য সচিব মফিজুল ইসলাম মিন্টু, লালমনিরহাট জেলা কৃষক দলের সভাপতি নূরন্নবী মোস্তফা, লালমনিরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু, লালমনিরহাট জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা রোজী, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সাত্তার, লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের সম্পর্কে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.