লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মাদক পাচারসহ অন্যন্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৫৫মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দূর্গাপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ভারতীয় নাগরিক আলিপুর দুয়ার জেলার আলিপুর দুয়ার থানার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক করে। উক্ত ভারতীয় নাগরিকের নিকট বাংলাদেশী ৮শত ২০টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.