লালমনিরহাটে জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্মপরিকল্পনা (জলবায়ু-প্ররোচিত ডিআরআর কর্ম পরিকল্পনা) প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লালমনিরহাট পৌরসভার পৌর মার্কেট সম্মেলন কক্ষে জলবায়ু ও উন্নয়ন জ্ঞান নেটওয়ার্ক (সিডিকেএন)-অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ ত্বরান্বিত করা পর্যায়-৩ প্রকল্পের আওতায় লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী, স্যানেটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ কুমার বণিক, ইভলি সাউন্ড এশিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোঃ জুবায়ের রশীদ, প্রোজেক্ট অফিসার চৈতা দেব, ম্যানেজার সাদেক মাহমুদ, লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার স্টেকহোল্ডারগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.