লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহেন্দ্রনগর ইউনিয়ন শাখা কার্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুল হালিম চাঁদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী স্বৈরশাসকের আমলে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় মাটির সাথে গুড়িয়ে দিয়েছিলো, এই জড়বস্তুকেও তারা রেহাই দেয় নাই, তারা ভেবেছিলো আর এই অফিস তৈরি করতে পারবেনা, তখন ছিলো টিনের বিল্ডিং আর এখন তিনতলা কার্যালয় হচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী থাকেনা, হাসিনা তার উদাহরণ।
সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারাও কেউ কারো সাথে খারাপ ব্যবহার করবেনা, মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে ভালোবাসবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.