লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে ১জন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় নিয়মিত টহলে থাকা বিজিবি টহল দল তাকে আটক করে।
আটককৃত বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
বিজিবি সূত্রে জানায়, আটককৃত বিএসএফ সদস্যের (কনস্টেবল) বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।
এ ঘটনায় প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভূল হিসেবে স্বীকার করে।
একই সঙ্গে অনুপ্রবেশকৃত বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
বিজিবি আরও জানায়, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে এ লক্ষ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.