
:: হেলাল হোসেন কবির :: শহীদ ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে।
লালমনিরহাট সদর উপজেলার একাধিক সরকারি আধা-সরকারী ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। ঘটনাটি ঘিরে শনিবার জেলা জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের পর জেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা যায়—জেলা শিক্ষা অফিসার কার্যালয় ও সংলগ্ন নির্বাহী প্রকৌশলীর দপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে কোনো পতাকা অর্ধনমিত রাখা হয়নি। এমনকি কয়েকটি দপ্তরে পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনই ছিল না।
এদিকে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যম কর্মীরা অবস্থান নিলে এবং ফোনে জানতে চাইলে তড়িঘড়ি করে পতাকা উত্তোলন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্যে এ বিষয়ে স্পষ্ট উদাসীনতার চিত্র উঠে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে একই কার্যালয়ের উচ্চমান সহকারী নাজমুল ইসলাম জানান, বিষয়টি জানলেও অফিসার তার স্ত্রী অসুস্থ থাকায় হাসপাতালে অবস্থান করছেন।
সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন অসুস্থতা ও জ্বরের কারণে পতাকা উত্তোলন করতে পারেননি বলে দাবি করেন।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা জানান, শনিবার হওয়ায় হয়তো সংশ্লিষ্টরা অফিসে যাননি, তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস বলেন, উপজেলা মিলে আমরা একটা পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে সরকারি দপ্তরগুলোর এমন অবহেলা স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হওয়া শুধু দায়িত্বে অবহেলা নয়, বরং রাষ্ট্রীয় আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.