লালমনিরহাটে "দুনিয়ার মজদুর এক হও" স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকার রুখতে হবে শোষণ, বৈষম্য ও রাজাকার ৬ই ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা ও র্যালি এবং কিংবদন্তী রাজনীতিবিদ প্রয়াত কমরেড চিত্তরঞ্জন দেব এর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়া মতিয়ার মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ আলোচনা ও র্যালি এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সহ-সম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসূদন রায় মধু, সদস্য অ্যাড. রফিকুল ইসলাম অপু, যুব নেতা নবীন্দ্র নাথ প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.