লালমনিরহাট ডিসি অফিসে অগ্রাধিকারের ভিত্তি জাত সুইপার নিয়োগ দাও, কঠিন লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করে জাত সুইপার কর্মীদের বাতিলের পায়তারা বন্ধ কর, বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ও পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন জনগোষ্ঠীর যোগ্যতাকে অস্বীকার করার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে হরিজন অধিকার আদায় সংগঠন লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল নিয়ে প্রতিবাদ জানান।
পরিচ্ছন্ন কর্মীরা জানান, সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে ৬টি পদে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হবে মর্মে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪৫জন হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী পদে আবেদন করেন। কিন্তু গতকাল শুক্রবার লিখিত পরীক্ষা নেয়া হলে একজনও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী উত্তীর্ণ হয়নি বলে অভিযোগ করা হয়। অর্থের বিনিময়ে অন্য সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী নেয়া হচ্ছে বলে লালমনিরহাট জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ করেন তারা।
মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কোন মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.