লালমনিরহাটে 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে ধারণাপত্র পাঠ করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সহ-সভাপতি এস এম আবু হাসনাত রানা। বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. চিত্তরঞ্জন রায়, মনওয়ারুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শামসুদ্দীন প্রমুখ।
এ গোলটেবিল বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিত, সাংবাদিক, নারীনেত্রী, তরুণ প্রজন্ম, ধর্মীয়নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
এ সময় উম্মুক্ত আলোচনায় আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন নিয়ে পরামর্শ ও মতামত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.