লালমনিরহাটে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের পূর্ব সাপটানা বানিয়ারদিঘী শ্রীশ্রীঅনুকুল মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী অশ্বিনী চন্দ্র দেবনাথ-এঁর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বর্মন (সহ-প্রতি ঋত্বিক)। এতে বিশেষ আলোচক ছিলেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সচিব শ্রী নিরঞ্জন চন্দ্র দেবনাথ (সহ-প্রতি ঋত্বিক)।
এর আগে মহোৎসব ও শ্রী মন্দিরের উদ্বোধন করেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লালমনিরহাট বানিয়াপট্টির শ্রী দুলাল কর্মকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়। সার্বিক সমন্বয়ক সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ শ্রী দিলীপ চন্দ্র রায়। এ সময় অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.