লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সামসুল হক (৮০) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় বার্ধক্য জনিত কারণে জামালপুরের নাতনির বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাড়িতে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম, বীট অফিসার এস আই আব্দুল আলীমসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী জামে মসজিদ কবরস্থানে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ১ছেলে, ২মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম সামসুল হক-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, মরহুম বীর মুক্তিযোদ্ধা সামসুল হক-এঁর পৈতৃক ভিটা কুড়িগ্রামে হলেও পরবর্তীতে ২নং কুলাঘাট ইউনিয়নের টিকটিকিতে বসবাস করতেন। তবে তিনি বর্তমানে লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোদালখাতা এলাকায় তিনি তাঁর পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.