লালমনিরহাটে দিনাজপুর থেকে কুড়িগ্রাম গামী বিআরটিসির বাসের ধাক্কায় পিস্ট হয়ে এক নারী ঘটনাস্থলেন মারা গেছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাটারী চালিত অটোভ্যান যোগে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া যাওয়ার সময় দিনাজপুর থেকে ছেরে আসা কুড়িগ্রাম অভিমুখী বিআরটিসির বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, ফায়ার সার্ভিসের লোকজন এসে ১জন নারীর মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করেন। পরে আহত বাকী লোকজনকে দ্রুতই এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, নিহত ওই নারীর নাম মর্জিনা বেগম, তার স্বামীর নাম সাইদুল ইসলাম। নিহত ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, বাসের ধাক্কায় অটোভ্যানের এক নারী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.