লালমনিরহাটের বাবুপাড়া এম. টি. হোসেন ইনস্টিটিউট ফুটবল খেলার মাঠ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট কাজের- শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভার বাবুপাড়াস্থ এম. টি. হোসেন ইনস্টিটিউট ফুটবল খেলার মাঠে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
ঐতিহ্যবাহী এম.টি. হোসেন ইনস্টিটিউট ফুটবল খেলার মাঠকে উপযোগী করে তুলতে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। সকলে স্বেচ্ছাশ্রমে কোদাল-ডালি নিয়ে মাটি কাটেন।
এ কাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জলাবদ্ধতার শিকার ১শত ২০বছরের পুরনো এই মাঠটিতে মাটি কেটে সমতল করার কাজে নেতৃত্ব দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্থানীয় তরুণদের অনুরোধে তিনি এই উদ্যোগে শরিক হন।
দীর্ঘদিন ধরে মাঠটিতে জলাবদ্ধতা থাকায় তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার তরুণ ও শিশুরা। স্থানীয় বাসিন্দাদের আশা, বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে মাটি কাটার এ উদ্যোগে মাঠটি দ্রুত খেলার উপযোগী হয়ে উঠবে এবং ভবিষ্যৎ জলাবদ্ধতা থেকেও মুক্তি পাবে।
উদ্যোগটির বিষয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কয়েকদিন আগে বাবুপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে আমি যখন মসজিদ থেকে বাহির হলাম তখন স্থানীয় ছেলেদের অনুরোধ করে মাঠের বিষয়ে। তাদের অনুরোধই মাঠের কাজ শুরু করেছি। সবাই মিলে চেষ্টা করছি মাঠটা আবার খেলাধুলার জন্য উপযোগী করে তুলতে।
এলাকাবাসী এই উদ্যোগে অত্যন্ত খুশি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এতোদিন মাঠে পানি থাকত, খেলাই করা যেত না। এখন মাটি কেটে দেওয়ায় আমরা আবার খেলতে পারব।
আরেকজন বাসিন্দা বলেন, আমরা খুব খুশি। মাঠটা ঠিক হলে এলাকার বাচ্চারা ক্ষতির পথে না গিয়ে খেলাধুলায় মন দেবে।
এলাকাবাসীর প্রত্যাশা, এই সংস্কার কাজ শেষ হলে মাঠটি আবার তার আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহিউদ্দিন আহম্মেদ লিমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এই কাজে অংশ অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.