বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ক্ষমতার জন্য নয়; জনগণের সেবক হিসেবে তাদের পাশে থেকেই কাজ করতে চাই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠের জিয়া মঞ্চে বড়বাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজিত এক বিশাল ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম নুরু-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মোল্লা, এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাজেদুল পাটোয়ারী সাজু, আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ১৯৮৬ সাল থেকে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় এবং জনগণের ভোটে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে নির্বাচিত হয়ে উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অভিযোগ করেন, তাদের শাসনামলে বিএনপির বহু নেতা-কর্মী হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তিনিও রাজনৈতিক হয়রানির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।
বর্তমান এলাকার পরিস্থিতি তুলে ধরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটে শিল্প-কারখানা না থাকায় কর্মসংস্থানের অভাব তৈরি হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে এই অঞ্চলে আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেবেন।
তিস্তা উন্নয়ন প্রসঙ্গে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নদীভিত্তিক উন্নয়ন উত্তরের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ধানের শীষ দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন। একই সঙ্গে তিনি ১ ডিসেম্বর লালমনিরহাটে বৃহত্তম শোডাউন আয়োজনের ঘোষণাও দেন।
এর আগে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের থেকে শত শত নেতাকর্মী দলে দলে নানা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানের শীষের নির্বাচনী জনসভায় যোগ দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.