লালমনিরহাটে ইসলামী শ্রমনীতি প্রতিষ্টাই আমাদের লক্ষ্য ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের ডিআরএম অফিস চত্ত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্তর্ভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট অঞ্চলের আয়োজনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম। বক্তব্য রাখেন বি আর ই এল লালমনিরহাট শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আজম প্রমুখ। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্তর্ভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, যেহেতু এই সরকার পে-স্কেল দেওয়ার জন্য পে-কমিশন গঠন করে অনলাইন ভিত্তিক ব্যক্তি বিশেষ এবং নিবন্ধিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের মতামত ও সুপারিশ গ্রহণ করেছেন। এই সরকাররে পে-স্কেল কার্যকর করবেন বলে অর্থ উপদেষ্টা বলেছিলেন, এখন আবার বলছেন পরবর্তী নির্বাচিত সরকার পে-স্কেল এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই যদি হয় তাহলে এ সরকার কেন ঘোষণা দিলেন পে-স্কেল দিবেন, তাই আমরা দাবি জানাচ্ছি এই সরকারের মাধ্যমে পে-স্কেল ঘোষণা করার জন্য বা করতে হবে, আর তা না হলে সকল কর্মচারী একযোগ মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করে নেওয়া হবে ইনশাল্লাহ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.