লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ইসলাম প্যাথোলজির টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ জাহেদুল ইসলাম রক্তের ব্যাগের পাশে পা রাখা এবং রক্তদাতার শরীরে ৪ বার পুশ করেও রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হয়, এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদে- মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্ত্বরে লালমনিরহাটের সকল স্বেচ্ছাসেবীর আয়োজনে এ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লাড ডোনেশন সোসাইটি অফ লালমনিরহাটের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হামিদুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাটের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লালমনিরহাট ইসলাম প্যাথলোজিতে রক্তদাতার সাথে ঘটে যাওয়া অমানবিক ও অবহেলামূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন প্রসঙ্গে ব্লাড ডোনেশন সোসাইটি অফ লালমনিরহাটের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হামিদুর রহমান সাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেন মানববন্ধনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, লালমনিরহাট ইসলাম প্যাথোলজির টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ জাহেদুল ইসলামের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি রক্তদাতার শরীরে একাধিকবার (৪ বার) পুশ করেও রক্ত সংগ্রহে ব্যর্থ হন এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-রক্তের ব্যাগের পাশে পা রেখে দায়িত্বহীন, অমানবিক ও অসম্মানজনক কাজ করেন, যার ভিডিও-চিত্র ও ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এটি শুধু একটি পেশাগত ভুল নয় বরং রক্তদাতা, স্বাস্থ্যসেবা এবং মানবিক মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা। এর ফলে সাধারণ মানুষের মধ্যে রক্তদান প্রক্রিয়া নিয়ে ভীতি ও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব, আমরা নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরছি- আমাদের দাবিসমূহ: ১. উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। ২. দোষী টেকনোলজিস্টের বিরুদ্ধে বিধান অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য হাসপাতালের প্যাথোলজি বিভাগে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। ৪. রক্ত সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত সকল কর্মীর পুনঃপ্রশিক্ষণ ও সক্ষমতা মূল্যায়ন বাধ্যতামূলক করতে হবে। ৫. রক্তদাতা ও রোগীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ৬. প্রয়োজনীয় ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করার অনুরোধ রইল। মহোদয়, স্বাস্থ্যসেবা খাতে জনগণের আস্থা অটুট রাখতে এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, আপনার হস্তক্ষেপে এই অনিয়ম ও অমানবিকতার সঠিক বিচার নিশ্চিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.