লালমনিরহাটে "দুনিয়ার মজদুর-এক হও" প্রতিপাদ্যকে সামনে রেখে আর পি ও'র অগণতান্ত্রিক সংশোধনী বাতিল কর, কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন নিশ্চিত কর, জামানত কমিয়ে ৫ হাজার টাকা ও নির্বাচনের ব্যয় ৫ লক্ষ টাকা কর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা নির্বাচন কমিশন কার্যালয় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সহ-সম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসূদন রায় মধু, সদস্য অ্যাড. রফিকুল ইসলাম অপু, যুব নেতা নবীন্দ্র নাথ প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.