লালমনিরহাটে "নিরাপদে পয়ঃবর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবার অধিকার" প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাট পৌরসভা ও এসএনভি'র আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান-এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়। ক্যাম্পেইনের উদ্দেশ্য বর্ণনা করেন এসএনভির ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ আবু হানিফ। শহর ব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম সমূহ আলোচনা করেন রিসপনস লিমিটেডের মোঃ আবু হানিফ। ক্যাম্পেইন চলাকালীন অংশগ্রহণকারীদের দায়িত্ব/ সহযোগিতা এবং মতামত/ পরামর্শ গ্রহণ করেন এসএনভির ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হালিম। বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মতিন, ওয়াটার এইড প্রতিনিধি সুমন সাহা, লালমনিরহাট পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.