লালমনিরহাট বি.ডি.আর কল্যাণ পরিষদের অভ্যান্তরীন আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ দিলপেয়ার রহমান মিন্টু-এঁর সভাপতিত্বে সাইফুল ইসলাম মন্টু-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন, সভাপতি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বি.ডি.আরের চাকুরীচ্যুত বিভিন্ন পদবি'র সদস্যরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, বি.ডি.আরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও পুনর্বহাল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পিলখানা হত্যা স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করা আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে দীর্ঘ ১৭বছর পর জামিনে মুক্তি পাওয়া বি.ডি.আর সদস্য শচীন্দ্র নাথ রায়কে বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.