লালমনিরহাটে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের বি.ডি.আর রোডস্থ আইনজীবী সমিতি শপিং কমপ্লেক্স (২য় তলায়) মুন স্টার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের কনফারেন্স রুমে এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না-এঁর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। এ সময় তাঁর মাতা আমেনা শিরীন মুসতাযীরসহ লালমনিরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, আমি এবং কয়েকজন নিরীহ দিনমজুর একটি সাজানো, পরিকল্পিত ও মিথ্যা হয়রানিমূলক মামলায় কালীগঞ্জ থানার তৎকালীন ওসি সেলিম মালিক এর কূটবুদ্ধিতে এবং আরও বেশ কিছু ব্যক্তির ষড়যন্ত্রে একটি মিথ্যা মামলার আসামি হয়েছি, প্রতিহিংসাপরায়ন হয়ে অগোছালো চার্জশীট প্রদান করে আমাকে মোবাইল চোর, টাকা চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আমার বিরুদ্ধে এই চার্জশীট প্রদান করে আমাকে সামাজিকভাবে হয়রানি করা হয়েছে।
এ সময় তিনি স্থানীয় বিভিন্ন প্রশাসন, শিক্ষক, রাজনীতিক দলের নেতা এবং কয়েকজন সাংবাদিক মিলে তাকে মানসিকভাবে দূর্বল ও বিপর্যস্ত করার অপচেষ্টা করার বিষয়ে তুলে ধরেন। এই সব বিষয় থেকে তিনি প্রতিকার চান ও সঠিক তদন্তের দাবি জানান।
উল্লেখ্য যে, এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না (৪৫)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের মৃত বজলে রহমান মুসতাযীরের একমাত্র মেয়ে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.