লালমনিরহাটে এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে বিসিবির উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের এডিসি জি আর সারোয়ার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও এইজ গ্রুপ টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। বক্তব্য রাখেন জেলা কোচ ও বিসিবির কাউন্সিলর মোঃ জিকরুল ইসলাম ফাতেমী, বিসিবি রংপুর বিভাগের পরিচালক মোঃ হাসানুজ্জামান, খেলোয়ার রাওফিন, শিহাব মন্ডল, মনিকা, সাদ্দাম হোসেন শাওন প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি পরিচালক ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর, রংপুর বিভাগের পরিচালক হাসানুজ্জামানসহ ৪সদস্যের টিম বিকাল ৩টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের বিদ্যমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, উইকেট, গ্রাউন্ড কন্ডিশন, নেট প্রাকটিস সুবিধা, একাডেমির কার্যক্রম এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।
বক্তারা বলেন, ক্রিকেট বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও সুশৃঙ্খল খেলোয়াড় তৈরির মাধ্যমে জাতীয় ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।
প্রধান অতিথি পরিদর্শন শেষে লালমনিরহাটের প্রাক্তন ও বর্তমান সকল ক্রিকেটার, আম্পায়ার, ক্রিকেট অর্গানাইজারদের সাথে মতবিনিময় সভা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.