রংপুরের গংগাচড়ায় বৃদ্ধকে হত্যার পর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ফেলে রাখার অভিযোগে মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি।
বুধবার (১৯ নভেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম সাজু মিয়ার সাথে গ্রেফতারকৃত আসামি মোঃ তৈয়ব আলী এবং সহযোগী আসামিগণের প্রায় ৬ মাস পূর্বে আর্থিক লেনদেন সংক্রান্তে ঝগড়া, কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। পরে স্থানীয় লোকজনদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ হয়। এরই জেরে গত ১৭ মে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে ডেকে ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিকটিমকে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে দেয়। গত ১৮ মে রাত ৩টার সময় বাদী থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় ভিকটিম সাজু মিয়ার লাশ পাওয়া গেছে। ভিকটিমের আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে শনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন; যা গংগাচড়া থানার মামলা নং ০৮/২৫৭, তারিখ-০৫/০৮/২০২৫ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
ঘটনাটি মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে রংপুর জেলার গংগাচড়া থানাধীন কুটিরঘাট ঘাঘট নদীর তীর সংলগ্ন আবুল কালাম আজাদ মিয়ার দোকানের পাশে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ বেতগাড়ী শাহপাড়া এলাকার মৃত চটকু মিয়ার ছেলে মোঃ তৈয়ব আলী (৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যহত থাকবে।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.