লালমনিরহাটে বাল্যবিবাহ ও তার পরিণতি নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারণার আওতায় স্কুল ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয় চন্দ্র মোহন্ত, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ইমাম-পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেয়া বিতার্কিক ও অন্যান্যদের বক্তব্যে উঠে আসে বাল্য বিয়ের নানা নেতিবাচক দিক।
তাঁরা বলেন, লালমনিরহাটের মতো দরিদ্র প্রবণ জেলার গ্রামীণ অঞ্চলগুলোতে বাল্যবিবাহের প্রভাব সুদূরপ্রসারী। পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের সামগ্রিক কাঠামোয় এর ক্ষতিকর প্রভাবের ফলে নাগরিকদের জীবনমান উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.