লালমনিরহাটে ত্রি-বার্ষিক পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
আগামী রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার, সদস্য পদের প্রার্থীরা পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিটের সকল সদস্যদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।
জানা যায়, ত্রি-বার্ষিক পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর সভাপতি পদে প্রার্থী হলেন- আখতারুজ্জামান, এ এস এম আশরাফুজ্জামান তালুকদার, শ্যামলী বণিক। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন- আনোয়ার হোসেন, কৌশিক রায় অংকুর, দিলীপ চন্দ্র রায়।
এছাড়াও সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার, সদস্যসহ মোট ১০ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের প্রধান নির্বাচন কমিশন ও লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, কমিশনার ও মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, কমিশনার ও পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, কমিশনার ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী।
উল্লেখ্য যে, খসড়া ভোটার তালিকা প্রকাশ: রবিবার (৯ নভেম্বর)। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ: সোমবার (১০ নভেম্বর), দুপুর-১২টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সোমবার (১০ নভেম্বর), দুপুর-১টা। মনোনয়নপত্র বিক্রয়: বুধবার, বৃহস্পতিবার (১২-১৩ নভেম্বর) অফিস চলাকালীণ সময় স্থান: তথ্য কেন্দ্র, লালমনিরহাট পৌরসভা। মনোনয়নপত্র জমা: রবিবার (১৬ নভেম্বর), অফিস চলাকালীণ সময় স্থান: তথ্য কেন্দ্র, লালমনিরহাট পৌরসভা। মনোনয়নপত্র যাচাই-বাছাই: সোমবার (১৭ নভেম্বর), দুপুর-১২টা। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রকাশ: সোমবার (১৭ নভেম্বর), দুপুর-২টা। ভোট গ্রহণ: রোববার (২৩ নভেম্বর) সকাল- ১০টা হতে বিকাল-৩টা পর্যন্ত (বিরতিহীনভাবে)।
পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচন কমিশনার ও মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক জানান, গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.