ইতালির জেসোলোতে অনুষ্ঠিত তেইশতম আইটিএফ তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত জেসেলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় ২টি স্বর্ণপদক অর্জন করায় রোববার (১৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার আনুষ্ঠানিক ভাবে লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ফুলের তোড়া তুলে দেন।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধিসহ জেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ যে, চলতি ২০২৫ সালের ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইটালির জেসেলতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ২টি তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অংশ গ্রহণ করে বাংলাদেশের টিমের প্রধান কোচ কাম ম্যানেজার কাম খেলোয়াড় মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় নিজে ২টি স্বর্ণপদকসহ বাংলাদেশ ৫টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
এখানে উল্লেখ যে, লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় এর আগে জাতীয় ও আন্তর্জাতিক তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১৫টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক অর্জন করেন।
লালমনিরহাটের আদিতমারীর সারপুকুরের হরিদাস গ্রামের তৃণমূল কৃষক পরিবারের উচ্চ শিক্ষিত সান্ত্বনা রানী রায় লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশন (এলটিএ) প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমানে তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় আন্তর্জাতিক সাউথ এশিয়ান তায়কোয়নদো ফেডারেশন (এসএটিএফ) এর গুরুত্বপূর্ণ একাধিক পদে রয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.