লালমনিরহাটে "শিক্ষা, অধিকার, সমতা" স্লোগান নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি কলেজের কলা ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আবু সাদেক জুন্নুন-এঁর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরমান রহমান, লালমনিরহাট সরকারি কলেজ ও লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রভাষকরা বক্তব্যে বলেন, ৩২ থেকে ৩৭তম ব্যাচ দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিতদের রাষ্ট্র যেন ন্যার্য অধিকার দেন, আমরা বৈষম্যের স্বীকার, আমাদের পদোন্নতি দিলে সরকারের তেমন কোন ক্ষতি হবেনা, দীর্ঘ বছর ধরে উল্টো বিভিন্ন মামলা দিয়ে পদোন্নতি আটকিয়ে রাখা হয়েছে, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আদেশকৃত ৫৪টি অবৈধ আদেশ বিলুপ্ত করার দাবি জানান তাঁরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.