লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ হামার বাড়িতে লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঢাকাস্থ সংসদ ভবন এর দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া এভিনিউ এ লালমনিরহাট জেলা সমিতি ঢাকার আয়োজন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে লালমনিরহাট জেলা সমিতি ঢাকা এর প্রধান পৃষ্ঠপোষক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে যায়।
অসুস্থ হলে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এ খবর লালমনিরহাটে পৌঁচ্ছালে বিভিন্ন ইউনিয়নের মসজিদে মহান আল্লাহতায়ালার নিকট তাঁর আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাঁর রোগ মুক্তি কামনায় এদিকে শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ হামার বাড়িতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.