লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রির দায়ে ৪জন ব্যবসায়ীর ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ নভেম্বর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ভ্রাম্যমান আদালতে এসব জনিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন- পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের সেলিম জাহাঙ্গীর, ললিতারহাট এলাকার আব্দুল হামিদ, একই এলাকার কাশেম আলী এবং মাহবুব আলম।
জানা গেছে, আসন্ন ভূট্টা মৌসুমে বীজ সংগ্রহ করতে বাজারগুলোতে ভিড় করছেন চাষিরা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রি করে হাতিয়েন নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ভেজাল বীজ কিনে প্রতারিত হচ্ছেন চাষিরা। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এ সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ৪জন ব্যবসায়ীর ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, বীজের মান বজায় রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.