লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় লালমনিরহাটের পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের আয়োজনে এ সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম লিটন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হাসান মজনু, ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাজেদুল পাটোয়ারী সাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, লালমনিরহাট পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি'র বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। জনগণের ভালোবাসার জবাব দিতে আমি কাজ করতে চাই কেবল জনগণের জন্য।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালামের নেতৃত্বে আয়োজিত বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ অভিযানে হাজারও নারী-পুরুষের ঢল নামে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.