লালমনিরহাট পলিটেকনিক ইনস্টিটিউট এর ০৬ তলা ভিত বিশিষ্ট ০৬ তলা প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে কারিগরি ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর যৌথ প্রকল্প বাস্তবায়ন সহযোগিতায় এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় সাবেক জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এই ভবন শুধু একটি নির্মাণ কাজ নয়; এটি আমাদের আগামী প্রজন্মের প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আধুনিক জ্ঞান চর্চার নতুন দিগন্ত। ভবিষ্যতের দক্ষ মানব সম্পদ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, লালমনিরহাটে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের যোগ্য কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত সবাই ভবনের সফল নির্মাণ ও প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দোয়া করেন।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, নতুন ভবনটি নির্মিত হলে ইনস্টিটিউটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.