লালমনিরহাটে "সাহসী যৌবনে সুন্দর আগামী দুর্নীতি-দুঃশাসনের বলয় ভাঙ্গো শিক্ষা-কাজের অধিকারে ঐক্য গড়" প্রতিপাদ্যকে সামনে রেখে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার আয়োজনে এ প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার আহবায়ক গোপাল চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার যুগ্ম আহবায়ক নিরঞ্জন চন্দ্র রায়-এঁর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। এতে অতিথি ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আশিকুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মধুসুদন রায় মধু। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলার প্রথম সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরের সামনে থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.