লালমনিরহাটে এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টার মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২) ও তার সহযোগী চান মিয়া (৪৩) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে বিচার চান। গোলাম কিবরিয়া রিপন সহযোগী চান মিয়ার বাড়িতে আশ্রয়ের পরামর্শ দেন। পরে ওই বাড়িতে থেকে তিনি রিপন ও চান মিয়ার ধর্ষণ চেষ্টার শিকার হন বলে অভিযোগ করেন।
ওই নারী গত ১১ সেপ্টেম্বর লালমনিরহাটের আদিতমারী থানায় মামলা করেন। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার (২৯ অক্টোবর) স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.