লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির সময় ৪শত ১৬টি বস্তা রাসায়নিক সার জব্দ করে পুলিশে দেয় এলাকার সচেতন জনগণ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস মোড়ে এসব সার জব্দ করা হয়।
উক্ত ঘটনায় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বরাদ্দকৃত টিএসপি, ইউরিয়া ও পটাসসহ মোট ৪শত ১৬টি বস্তা সার উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ফারুক হোসেন লালমনিরহাট জেলা বাফার গোডাউন থেকে সার উত্তোলন করে পাটগ্রাম নিয়ে আসেন। বরাদ্দকৃত সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ট্রেডার্স তার পাটগ্রাম থানাপাড়ার গোডাউনে আনলোড না করে অতি গোপনে বাইপাস মোড় এলাকায় ট্রাক থেকে ভ্যানগাড়িতে করে দহগ্রাম ও কুচলিবাড়ীসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন। এ খবর শুনে স্থানীয় কৃষকেরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার জব্দ করে। এ সময় ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ৬ মাস কারাদণ্ড অনাদায়ে ৩০হাজার টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে জন্য কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.