লালমনিরহাটে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট এলজিইডির ভিআইপি হলরুমে দৈনিক কালবেলা লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা ও তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি গোকুল রায়-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলি স্টার লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়, দৈনিক সংগ্রাম লালমনিরহাট প্রতিনিধি লাভলু শেখ, মাইটিভি লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ শাহরিয়ার, আরটিভি লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাপ্তাহিক লালমনির কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু, দৈনিক নিরপেক্ষ লালমনিরহাট প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক কালবেলা হাতীবান্ধা প্রতিনিধি তমাল রায়, দৈনিক কালবেলা লালমনিরহাট প্রতিনিধি এসকে সাহেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম, দৈনিক কালবেলা কালীগঞ্জ প্রতিনিধি নুরুল ফেরদৌসসহ লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিবৃন্দ দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য কামনা করেন। পরে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.