ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত জেসেলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে ৯সদস্যের বাংলাদেশ তায়কোয়নদো টিম স্মরণকালের মধ্যে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।
চলতি ২০২৫ সালের ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইটালির জেসেলতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুইটি তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অংশগ্রহণ করে বাংলাদেশের টিমের প্রধান কোচ কাম ম্যানেজার কাম খেলোয়াড় মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় নিজে ২টি স্বর্ণপদকসহ বাংলাদেশ ৫টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর সহযোগীতায় লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা ও লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের (এলটিএ) প্রতিষ্ঠাতা ও পরিচালক সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে নারী পুরুষের ৯সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক তায়কোয়নদো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক জয় করে; যা স্মরণকালের মধ্যে বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম সেরা তায়কোয়ানদো সাফল্য। বাংলাদেশ তায়কোয়নদো (আইটিএফ) টিমের নয় সদস্য মঙ্গলবার সকালে দেশে ফিরে এসেছেন।
তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট ও ইটালির জেসেলতে অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের নেতৃত্বে থাকা মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে মুঠোফোনে সাংবাদিকদের বাংলাদেশ তায়কোয়নদো টিমের এ আকাশ ছোঁয়া সাফল্য কথা জানান।
জানা যায়, ২৩তম আইটিএফ তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ ক্যাটাগরি ভেটেরান ফিমেলে ৩৫ থেকে ৪৪বছর বয়সী, ৭৭কেজি ওজন শ্রেণিতে (প্রথম থেকে চতুর্থ ড্যান ব্লাক বেল্ট) বাংলাদেশের ২জন পদক অর্জন করেন। এরা হলেন- সান্ত্বনা রানী রায় (স্বর্ণপদক) সাদিয়া হোসেন (রৌপ্যপদক)।
এদিকে ইটালির একই ভেন্যুতে অনুষ্ঠিত জেসেলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়শীপ-২০২৫ এ ৩৫ থেকে ৫০বছর বয়সের ক্যাটাগরিতে স্বর্ণপদক, একই বয়সের ক্যাটাগরিতে সাদিয়া হোসেন স্বর্ণপদক, ১৪ থেকে ১৭বছর বয়সী ক্যাটাগরিতে মিনাজ বিন নেওয়াজ সচ্ছ স্বর্ণপদক লাভ করেন। ১৮ থেকে ৩৪বছর বয়সী ক্যাটাগরিতে নোমান বিন নেওয়াজ সূর্য রৌপ্যপদক, ৩৫ থেকে ৫০বছর বয়সী (পুরুষ) ক্যাটাগরিতে হিরেন্দ্র চন্দ্র সরকার স্বর্ণপদক ও ১৮ থেকে ৩৪বছর বয়সী (পুরুষ) ক্যাটাগরিতে মোহাম্মদ মাহতাব হোসেন রৌপ্যপদক এবং একই বয়সের ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক অর্জন করেছেন মোঃ নাজমুল মিয়া।
এখানে উল্লেখ যে, লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় এর আগে জাতীয় ও আন্তর্জাতিক তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১৫টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক অর্জন করেন।
লালমনিরহাটের আদিতমারীর সারপুকুরের হরিদাস গ্রামের তৃণমূল কৃষক পরিবারের উচ্চ শিক্ষিত সান্ত্বনা রানী রায় লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশন (এলটিএ) প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমানে তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় আন্তর্জাতিক সাউথ এশিয়ান তায়কোয়নদো ফেডারেশন (এসএটিএফ) এর গুরুত্বপূর্ণ একাধিক পদে রয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.