লালমনিরহাটে "শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা" স্লোগান নিয়ে ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-(২য় ধাপ) ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারী লালমনিরহাটের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃ দাঃ) বিরোজিনী রায়-এঁর সভাপতিত্বে সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক বিমল কুমার রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম পিভিএমএস। এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক (ইউআই) আবদুল ওহাব রেজা প্রমুখ। এ সময় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম পিভিএমএস বলেন, মৌলিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। যা পরবর্তীতে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে দিতে পারবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্বিতীয় ধাপে ৭৪জন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দিবেন মর্মে জানা গেছে।
উল্লেখ্য যে, এ প্রশিক্ষণের মেয়াদ ১২ হতে ২৩ অক্টোবর ১০ কার্যদিবস পর্যন্ত চলবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.