৭৩২ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্য এস্কাফ এবং ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টা ৪৫মিনিটে র্যাব-১৩ রংপুর সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের জনৈক শফিকুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির সনাক্ত মতে তার শ্বশুর বাড়ির রান্না ঘর তল্লাশীকালে একটি ব্যাগের মধ্যে রক্ষিত ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাইয়ান হোসেন (৩০), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- পাক-পাহাড়পুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন সাপ্টিবাড়ি বাজারস্থ স্বাদ ভোজন হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশীকালে বিশেষ কায়দায় রক্ষিত ফেন্সিডিল জাতীয় ২৬৬ বোতল এস্কাফ ও একটি মোটর সাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব আলম (৪০), পিতা- মোঃ আব্দুল সোবহান, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- আমঝোল, ৯নং ওয়ার্ড, গোতামারী ইউপি, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক আরও একটি অভিযানে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০মিনিটে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের পশ্চিম
অনন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদ্বয়ের বসতবাড়ি তল্লাশি কালে আসামিদ্বয়ের শয়ন কক্ষে ব্যবহৃত খাটের নিচ হতে বস্তার মধ্যে রক্ষিত ফেন্সিডিল জাতীয় ৪৬৬ বোতল এস্কাফ জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী মোঃ জায়দুল হক (৪২), পিতা- মৃত আবুল কাশেম এবং মোছাঃ খাদিজা বেগম (৩৫), স্বামী- মোঃ জায়দুল হক, উভয় ঠিকানা: সাং- পশ্চিম অনন্তপুর, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.