লালমনিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সাংবাদিক সম্মেলন ও "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকা বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় সিভিল সার্জন অফিস লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস লালমনিরহাট ও জেলা তথ্য অফিস লালমনিরহাট, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন ও কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সাংবাদিক সম্মেলন ও কনসালটেশন ওয়ার্কশপে মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন লালমনিরহাট তথ্য অফিসার সৌমিক রায় প্রমুখ। এ সময় সিভিল সার্জন অফিস লালমনিরহাটের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা (চঃদাঃ) মোঃ আব্দুল মান্নান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাসুদ রানা রাশেদ, দৈনিক চিত্র লালমনিরহাট জেলা প্রতিনিধি হেলাল হোসেন কবির, সিভিল সার্জন অফিস লালমনিরহাট ও লালমনিরহাট জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ঘোষক আলিফ রুদাবাসহ লালমনিরহাটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলায় মোট টিসিভি লক্ষ্য ৪লক্ষ ১৯হাজার ৪শত ৯৫জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১লক্ষ ১২হাজার ৬শত ৭৫জন। রেজিষ্ট্রেশনের হার ২৬.৮৬%।
লালমনিরহাট সদর উপজেলায় মোট টিসিভি লক্ষ্য ৮৩হাজার ৭শত ৭জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ২৩হাজার ৪শত ৬৭জন। রেজিষ্ট্রেশনের হার ২৮.০৩%। মন্তব্য ২।
আদিতমারী উপজেলায় মোট টিসিভি লক্ষ্য ৬৭হাজার ১শত ৮০জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১৮হাজার ৫৪জন। রেজিষ্ট্রেশনের হার ২৬.৮৭%। মন্তব্য ৪।
কালীগঞ্জ উপজেলায় মোট টিসিভি লক্ষ্য ৮৪হাজার ৭শত ৮৯৮জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ২২হাজার ৯শত ১৩জন। রেজিষ্ট্রেশনের হার ২৭.০২%। মন্তব্য ৩।
হাতীবান্ধা উপজেলায় মোট টিসিভি লক্ষ্য ৮৪হাজার ১শত ৬২জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ২১হাজার ৭শত ৪০জন। রেজিষ্ট্রেশনের হার ২৫.৮৩%। মন্তব্য ৫।
পাটগ্রাম উপজেলায় মোট টিসিভি লক্ষ্য ৭০হাজার ৩শত ৯২জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১৭হাজার ৪শত ৫২জন। রেজিষ্ট্রেশনের হার ২৪.৭৯%। মন্তব্য ৬।
লালমনিরহাট পৌরসভায় মোট টিসিভি লক্ষ্য ১৮হাজার ৭শত ৪২জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ৬হাজার ৭শত ৯২জন। রেজিষ্ট্রেশনের হার ৩৬.২৪%। মন্তব্য ১।
পাটগ্রাম পৌরসভায় মোট টিসিভি লক্ষ্য ১০হাজার ৫শত ১৪জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ২হাজার ২শত ৫৭জন। রেজিষ্ট্রেশনের হার ২১.৪৭%। মন্তব্য ৭।
৯মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
শিশু ও কিশোরদের টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা পেতে এ ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি নিরাপদ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় মোট ৪লক্ষ ১৯হাজার ৪শত ৯৫জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.