লালমনিরহাটে "ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম-বার, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সরোয়ার জামান, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস, এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্না প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশনের সকল কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি লালমনিরহাটের কালেক্টরেট মাঠের সামনে থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সাধারণ জনগণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.