লালমনিরহাটে জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমান মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের যৌথ আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী-এঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ঐতিহ্যের সাথে নেতৃত্ব দিয়েছেন মোঃ মজিবুর রহমান স্যার। শিক্ষায় তাঁর অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় লালমনিরহাট শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।
পরে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমানকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের সৌজন্যে প্রদান করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.