লালমনিরহাটে "শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ র্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবু সালেহ মুছা, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলী বিল্লাহ প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত মর্যাদা, সহযোগিতাপূর্ণ কর্ম পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক সম্মিলনে জেলা পর্যায়ে গুণী শিক্ষক (প্রাথমকি) মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, মোঃ কামরুজ্জামান, (মাধ্যমিক) মোঃ শহিদুল ইসলাম, (কারিগরি) মোঃ রমজান আলী, (হাদিস) মোঃ মাহিরুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.