লালমনিরহাটে "জাগো বাহে তিস্তা বাঁচাই" স্লোগান নিয়ে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট জেলার আয়োজনে এ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর নিকট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু। এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ এবং লালমনিরহাট জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৫টি জেলায় একযোগে কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ দেশীয় অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তাপাড়ের ৫টি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্যসহ ২কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান।
এ ছাড়াও আগামী ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল এবং ১৬ অক্টোবর তিস্তা নদীর তীরের ১১টি উপজেলায় মশাল প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.